বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখা অফিসের মাধ্যমে গত ৩ বছরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়। এ সকল কার্যক্রমের মাধ্যমে ৭০,০০০ (সত্তর হাজার) শিশু অংশগ্রহণের সুযোগ পায়। প্রতি বছর ২৯টি বিষয়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ও দলগত ৬টি বিষয়ে মৌসুমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছর প্রায় ২০,০০০ এর অধিক শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি বছর প্রায় ১৫০ জন শিশুকে সঙ্গীত নৃত্য চিত্রাংকন ও আবৃত্তি ০৪টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শিশু বিকাশ কেন্দ্রে ৩০ জন ও প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র থেকে ৩০ জন(৪-৫বছর বয়সী শিশু) বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষার সূযোগ লাভ করে। বছরে প্রায় ২৫০ জন শিশু লাইব্রেরিতে বই পড়ার সুযোগ লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে শিশুদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS